অনলাইন সাংবাদিকতা একটি ইন্টার-একটিভ প্রক্রিয়া, যার মাধ্যমে পাঠকের মতামত জানা ও পাঠককে নিজের মতামত দ্বারা প্রভাবিত করার সুযোগ বিদ্যমান। এখানে একটি লেখার সঙ্গে একই বিষয়ের অন্যান্য লিংক প্রদান করা যায়। ফলে পাঠক খুব সহজেই একই বিষয়ে অন্যান্য লেখা সম্পর্কে সম্যক ধারনার সাথে জ্ঞানার্জন ও করতে পারে। তাছাড়া এতে লেখার সূত্র উল্লেখ থাকে / করা যায় বিধায় পাঠক রিপোর্টের বা লেখার বস্তনিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত হতে পারে। আর এ কাজটি দক্ষতার সাথে করছে অনলাইন গণমাধ্যম এর সাথে জড়িত সাংবাদিকরা। তাই সম্ভাবনাময় এ পেশায় জড়িত থাকা অনলাইন সাংবাদিকগনের পেশার মান উন্নয়ন, অধিকার আদায় ও দক্ষতা বৃদ্ধিই “অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ” সংক্ষেপ এ “ওজাব” এর মূল লক্ষ্য।