ওজাব সম্পর্কে

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের জীবন ধারায়। তথ্য প্রযুক্তির বদৌলতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতেও স্মার্ট ফোন। যে কোনো খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় প্রযুক্তির ছোঁয়ায় এসেছে ব্যাপক পরিবর্তন। এক যুগ আগেও কোনো একটা বিশেষ খবরের জন্য টিভি অথবা খবরের কাগজের অপেক্ষায় থাকতে হতো পাঠকদের। এখন শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখলেই নতুন নতুন খবর এসে নোটিফিকেশনে নক করে মুহুর্তেই। অনলাইন পত্রিকা চলমান ঘটনা প্রকাশের একটি সর্বোত্তম প্রক্রিয়া। যেখানে আর্কাইভ থাকে, পাঠক ইচ্ছা করলেই তার পছন্দনীয় বিষয় নির্বাচন করে পড়তে পারে। প্রয়োজনে খবরের লিঙ্ক অন্যকে পাঠাতে পারেন। আবার প্রিন্ট করে সংগ্রহেও রাখা যায়। যখন যেখানে ইচ্ছা মোবাইল ফোনেই দেশের সকল খবরাখবর অনলাইনে পাঠক পড়তে পারছেন অনলাইন পত্রিকায়। এজন্য প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন মিডিয়ায় বেশি ঝুকছেন পাঠকরা। সংবাদের সবচেয়ে আধুনিক মাধ্যমে পরিণত হয়েছে অনলাইন সাংবাদিকতা। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে অনলাইন গণমাধ্যমে জড়িত সংবাদকর্মীদের নিয়ে ২০১১ সনের ১০ অক্টোবর গঠিত হয় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব)।অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশার মান উন্নয়ন, তাদের অধিকার আদায় ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ওজাব।